ঢাকাশুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে বাসস্ট্যান্ড বণিক সমিতির নির্বাচন সভাপতি মনি সম্পাদক উৎপল

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে বাসস্ট্যান্ড বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাসস্ট্যান্ড বণিক সমিতির নির্বাচনে ৪ টি পদে ভোট গ্রহন শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সহ-সভাপতি পদে আনছার আলী টিউবয়েল প্রতীক নিয়ে ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মতিউর রহমান মতি ঘড়ি প্রতীক নিয়ে ৪৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে উৎপল ঘোষ গোলাপ ফুল প্রতীক নিয়ে ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ দুলাল মোরগ প্রতীক নিয়ে ৭১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম তালাচাবি প্রতীক নিয়ে ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী মতিবুল ইসলাম লিটন গরুগাড়ি প্রতীক নিয়ে ২৩ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে আমিনুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাবুল আকতার মোমবাতি প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ম বারের মত সভাপতি নির্বাচিত হন মনিরুল হক মনি। এছাড়াও অন্য ৮টি পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সাধারন সম্পাদক আরিফুর ইসলাম, কোষাধ্যক্ষ উজ্জল রানা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অশোক কুমার, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, শাহাদৎ হোসেন, দেলোয়ার হোসেন দুলাল ও রাহুল হোসেন। ভোট গণনা শেষে সন্ধায় স্থানীয় বাসস্ট্যান্ড বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার গোপাল সাহা ও সদস্য হাফিজুল হক বকুল, ডাঃ জাহাঙ্গীর আলম, এস এম দেলোয়ার হোসেন দুলাল ও আলহাজ্ব রবিউল আলম বুলেট এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে ১৩ টি পদের মধ্যে সভাপতি সহ ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ৪ টি পদে নির্বাচনে বিজয়ীদের স্থানীয় ব্যবসায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।