নওগাঁর মহাদেবপুরে সর্বভারতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিষদ অনুমোদিত সংগঠন নূপুরের ঝংকার একাডেমীর ১ম বর্ষের পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১ টায় মহাদেবপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতার নৃত্য প্রশিক্ষক সর্বভারতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিষদের প্রতিনিধি সুমি সেন কুন্ডু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনাট্য সংঘ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নূপুরের ঝংকার একাডেমীর পরিচালক আশিক, নূপুরের ঝংকার একাডেমীর সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবু, মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, সাংবাদিক এস এ উজ্জ্বল,এ বি সিদ্দিকী প্রমুখ।
বিএ/