নওগাঁর মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উপজেলার সকল শ্রমিক সংগঠনর সমন্বয়ে মহান মে দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকল চন্দ্র সাহা বুদু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. রাজু আহম্মেদ প্রমুখ।
এছাড়াও, উপজলা অটে বয়লার শ্রমিক ইউনিয়নের সভাপতি মরতুজা মিঠুর সঞ্চালনায় অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন, অটো চার্জার সমিতির সভাপতি মো. মতিউর রহমান, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদ বিজয়, ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু আহমেদ, সিএনজি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক তারেক প্রমুখ।
আলাচনা সভার আগে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএ/