নওগাঁর মহাদেবপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন নওগাঁর নবাগত জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.আবু হাসানের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভ‚মি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মো.মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মহসিন আলী, বদিউজ্জামান বদি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি ও মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানি ইসরাইল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা মহাদেবপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলাপ্রশাসক মো. গোলাম মওলা মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
বিএ/