ঢাকাশনিবার , ২৩ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে দুই সাংবাদিকের মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মহাদবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজলার কারাবন্দি দুই সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। শনিবার(২৩ এপ্রিল) মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার উদ্যেগে নওগাঁর মুক্তির মোড় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কারাবন্দি সাংবাদিক কিউ এম সাঈদ টিটো ও কাজী সামসুজ্জাহা মিলনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারর দাবি জানানা হয়।

মফস্বল সাংবাদিক ফোরামর জেলা সভাপতি মো. মোফাজ্জল হাসানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি এম আর রকি ও খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, যুগ্ম সম্পাদক এ ক সাজু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার, সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খোকন, কার্য নির্বাহী সদস্য আজাদুল ইসলাম আজাদ, বদলগাছী উপজলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আত্রাই উপজেলা শাখার নেত্রী মিতু মনি, উত্তরাঞ্চল উনয়ন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, প্রজন্মর আলা সম্পাদক আব্দুর রহমান রিজভি প্রমুখ।

ে গত ১৪ এপ্রিল রাত দাউল বারব বিদ্যালয় আলাচিত শিক্ষিকা আমাদিনি পালর দায়র করা মামলায় মহাদবপুর উপজলা সদরর বাসিদা দনিক ডল্টা টাইম ও দনিক নওরাজ পত্রিকার মহাদবপুর প্রতিনিধি কিউ এম সাঈদ টিটা ও দনিক আমাদর অর্থনীতি পত্রিকার মহাদবপুর প্রতিনিধি ক

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।