1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে জোর পূর্বক গাছ কাটার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:০১ অপরাহ্ন

মহাদেবপুরে জোর পূর্বক গাছ কাটার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

নওগাঁর মহাদেবপুরে জমিতে জোরপূর্বক আম ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজলার সমোসপুর গ্রামের মৃত কমর উদ্দিন মন্ডলের পুত্র মো. ময়েজ উদ্দিন ১৫/০২/১৯৭৪ ইং তারিখ ৩৫৫৮ নং কবলা দলিল মূলে এ সম্পত্তি ভোগ দখল করে আসছিল।

গত ১৫ অক্টাবর সকালে ঐ জমিতে উপজেলার বিলশিকারী গ্রামের মৃত ছলিম উদ্দিনের পুত্র আলমগীর হোসেন (৩৭), আইনুল হক (৪০) ও রমজান আলী (৩৫) দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে জোরপূর্বক ৬/৭টি আম ও কাঁঠাল গাছ কেটে ফেলে। এ সময় জমির মালিক ময়েজ উদ্দিন বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়।

এ ব্যাপার ময়েজ উদ্দিন বাদী হয়ে বিলশিকারী গ্রামের মৃত ছলিম উদ্দিনের পুত্র আলমগীর হোসেন, আইনুল হক ও রমজান আলীর বিরুদ্ধে ১৫ অক্টোবর রাতে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোজাফ্ফর হোসেন জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST