1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে জােরপূর্বক বৃদ্ধার জমির ধান কাটার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

মহাদেবপুরে জােরপূর্বক বৃদ্ধার জমির ধান কাটার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নওগাঁর মহাদেবপুর এক বৃদ্ধার দুইবিঘা জমির ধান জােরপূর্বক কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষর বিরুদ্ধে।

এ ব্যাপারে উপজেলার চাঁদাশ ইউনিয়নের চাঁদাশ গ্রামের হামিদা বেওয়া (৮৫) বাদি হয়ে চারজনের নাম উল্লেখ কর সম্প্রতি মহাদেবপুর থানায় অভিযােগ দায়ের করেছন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদাশ মৌজার ৬২৫ নম্বর এসএ খতিয়ান ও ১১৪ নম্বর আরএস খতিয়ানের সাবেকদাগ ১১৫৭, ১৬৫৭ এবং ১৫৩৩, ২৪৪৭ হালদাগ এক দশমিক ১৮ একর জমি নওগাঁর যুগ্ম জেলা জজ (১ম) আদালতে ১১৭/৯০ অর্থ ঋণ মাকাদ্দমার ডিগ্রীপ্রাপ্ত হয় আদালতর আদেশ দখল কর আসছেন। গত ১১ নভম্বর ভার সাড় পাঁচ টায় একই গ্রামের মত ইসলাম উদ্দিনর ছল এনামুল হক (৬০) ও তার সহযাগীরা ধান কাটত শুরু করেন।
এ সময় ওই বদ্ধার লোকজন ধান কাটার বিষয় জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করন এবং ভয়ভীতি দখিয় প্রাণনাশর হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনামুল হক বলেন, ‘ক্রয়সূত্র তিনি ও তার সহযাগীরা ওইসব জমির মালিক। তাদর মালিকানাধীন জমির ধান তারা কটছেন।’

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, বাদি জমিতে ধান লাগাননি ও তার দখল নেই। বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। বাদিকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team