“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে শনিবার (২৩জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিনিয়র উপজলা মৎস্য অফিসার।
উপজেলা পরিষদ সভাকক্ষ আয়াজিত মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান লিখিত বক্তব্যে মৎস্য সপ্তাহের কার্যক্রমের বর্ণনা দেন।
এছাড়াও তিনি বক্তব্যে মৎস্য চাষের ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরেন।
এ সময় উপজলা মৎস্য সম্প্রসারণ অফিসার এ কে এম জামান ও সহকারি আব্দুস ছালাম উপস্থিত ছিলেন।
বিএ/