মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোসা. সাফিয়া আক্তার অপু, ইউ, আর, সি ইনস্ট্রাক্টর মো. শফিউল ইসলাম, সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বানী ইসরাইল, বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নাহার লায়লা প্রমুখ। শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।