নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ চুরির তিনটি গরু উদ্ধার করেছে।
বুধবার(২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্টা গ্রামের মাঠে থেকে গরু গুলো উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত ২৫ ডিসেম্বর রাতে উপজলার সদর ইউনিয়নের বকোপুর গ্রামের মৃত ছালিমুদ্দিনের ছেলে রমজান আলীর গোয়াল ঘরের সিঁদ কেটে গরুগুলো চুরি হয়।
রাতে পুলিশী টহলের সময় চোর চক্ররা গরুগুলো ফেলে পালিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
বিএ/