1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে গাছের সাথে শত্রুতা-থানায় অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ০:২৭ পূর্বাহ্ন

মহাদেবপুরে গাছের সাথে শত্রুতা-থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে ৩০০টি ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ভোরে উপজেলার হাসানপুর গ্রামে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ জানুয়ারী) থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী আজম।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আঃ রহমানের ছেলে মো. আজম তার মা আয়েশা সিদ্দিকার কবলা সূত্রে প্রাপ্ত ১৯ শতক জমিতে আম, সুপারি, পেঁপে, লিচু, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করে। পুর্ব শত্রুতার জেরে গত বুধবার ভোরে একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে আব্দুল লতিফ সজল, ইউনুসার রহমান হেফজুলের ছেলে মো. রাশেদ, ফজলুর রহমানের ছেলে জাহিদ হাসান, মৃত লুৎফর রহমানের ছেলে ইউনুসুর রহমান হেফজুল, আঃ মান্নানের ছেলে মাহিন হোসেনসহ অজ্ঞাতনামা আরো ২০ থেকে ৩০ জন জোরপূর্বক ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৩০০ টি গাছ কেটে ফেলে। এতে তার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে ইউনুসুর রহমান হেফজুল বলেন, অভিযোগকারী আজম তার ভাতিজা, পারিবারিক বা সামাজিক বিরোধের কারণে তার নাম দিয়ে থাকতে পারে। গাছ কাটার সাথে তিনি বা তার ছেলে কোনভাবেই জড়িত নয়। তিনি আরও বলেন, ওই জমির কিছু গাছ কাটা হয়েছে এটা সত্য। তবে কে বা কাহারা গাছ কেটেছে তিনি জানেন না। তিনি এমন নেক্কারজনক কাজের নিন্দা জানান।

এবিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাশমত আলী অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST