1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভালাইন গ্রামের সাধারণ কৃষকদের আয়োজনে ভালাইন আলতাফুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএমডিএর আওতাধীন উপজেলার উত্তরগ্রাম ইউপির ভালাইন মৌজায় অবস্থিত একটি গভীর নলকূপ নিয়ে ইউপি সদস্য শামীম ও গভীর নলকূপের অপারেটর সাবেক ইউপি সদস্য শহিদুলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ফসল উৎপাদনের আশংকা দেখা দিলে এবং আমন ধানে সেচ প্রদান জরুরী হয়ে পড়ায় সেচকার্য চালু রাখার জন্য উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে দায়িত্ব দেন বিএমডিএ কর্তৃপক্ষ। এ দায়িত্ব পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান ওই নলকূপের আওতাভুক্ত কৃষকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে নলকূপটি চালু করে সেচ কার্যক্রম অব্যাহত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে ভালাইন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইউপি সদস্য শামীম হোসেন চেয়ারম্যান আবু হাছানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি ওই চেয়ারম্যানকে জড়িয়ে মানহানিকর বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়। এর প্রতিবাদে ওই নলকূপের আওতাধীন কৃষকগণ ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন। তারা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে চেয়ারম্যানের সহযোগিতায় গঠিত কমিটির মাধ্যমে নলকূপটি পরিচালনার দাবী জানান।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান, ভালাইন গ্রামের কৃষক মো. রেজাউল ইসলাম, মো. এনামুল হক, মো. আফজাল হোসেন, মো. সোহেল রানা, মো. ফারুক হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ। পরে প্রকৃত ঘটনা তুলে ধরে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান সাংবাদিক সম্মেলন করেন।

ন/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team