সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানন্য়নের লক্ষ্যে সম্মৃধিতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মহাদেবপুরে ২শত ৮৬ জন সুফলভোগীর মাঝে ২টি করে ভেড়া, ২৭ কেজি খাবার ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো:আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো: আব্দুল মালেক। ভেটরিনারি সার্জন ডা. আল আমিন তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার. মোমরজ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল প্রমূখ।
বিএ/