1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

মহাদেবপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলা, ২০২৪

নওগাঁর মহাদেবপুরে ২ হাজার ২৭০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, এমপির সহধর্মীনি রক্তিমা চক্রবর্ত্তী শেলী, উপজেলা আ.লীগের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম, আ.লীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু, অধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আনারুল ইসলাম মিঠু। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিয়া সুলতানা তৃষা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিক প্রমূখ।

রোপা আমন ধানের (উফশী) জাতের ধান বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে ২ হাজার ২৭০ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এর আগে এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী টিআর প্রকল্প থেকে ১৮টি মসজিদ, মন্দির ও গির্জা সংস্কারের জন্য ১৮ লক্ষ টাকার চেক, ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে ১৯ বান্ডিল ঢেউটিন ও ৫৭ হাজার টাকা বিতরণ করেন।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST