মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী কৃষকদল সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় বকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদলগাছি উপজেলা শাখার সভাপতি ফজলে হুদা বাবুল।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়ন কৃষকদল এ কৃষক সমাবেশের আয়োজন করে।
মহাদেবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রভাষক মো. মাহমুদুল হাসান সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সানোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
বিএ..