মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে বড় ভাইয়ের বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বড় ভাই আসার খবর পেয়ে বসত বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে পরিবারসহ ছোট ভাই উধাও। বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে রাখায় বাড়িতে ঢুকতে না পেরে পরিবারসহ দিনভর বাড়ির বাইরে অবস্থান করে ফিরে গেলেন বড় ভাই মো. আহসান হাবীব।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার জোয়ানপুর (বাগান বাড়ি) গ্রামে। স্থানীয় সূত্র জানায়, জোয়ানপুর (বাগান বাড়ি) গ্রামের মৃত আমজাদ আলীর চার সন্তানের মধ্যে আহসান হাবীব পরিবার পরিজন নিয়ে নওগাঁ সদরে বসবাস করেন। যৌথ পরিবারের বিশাল বাড়ির এক অংশে ছোট ভাই মাহমুদুন নবী (ভুট্টু) বসবাস করেন। বড় ভাইয়ের অনুপস্থিতিতে ভুট্টু বিভিন্ন সময়ে তার ভাইয়ের অংশের গাছপালা কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হলে সেখানে আপোষ মিমাংসা করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত ভুট্টু ক্ষিপ্ত হয়ে বড় ভাই আহসান হাবীবের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাস্তা বন্ধ করে দেয়। খবর পেয়ে আহসান হাবীব বাড়িতে আসায় ছোট ভাই ভুট্টু বসত বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে যায়। দিনভর তারা বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির বাইরে অপেক্ষা করে সন্ধ্যায় নওগাঁ ফিরে যান। ভুক্তভোগী হাবিবের স্ত্রী জানান, তাদের অত্যাচারে বাড়িতে থাকতে পারেন না, নিজের গরুগুলোও প্রতিবেশীর বাড়িতে রাখতে হয়েছে। বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে যাওয়ায় দিনভর অপেক্ষার পরও তারা বাড়িতে ঢুকতে পারেননি। জানতে চাইলে প্রতিবেশী সৈয়দ আলী, আব্দুর রফিক আফুসহ অনেকেই জানান, পারিবারিক বিরোধের জেরে ভুট্টু ও তার অন্যান্য ভাইয়েরা বিভিন্ন সময় অপর ভাই হাবিবের জায়গা-জমি দখল, গাছপালা কর্তনসহ বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে। হাবিবের বাড়িতে ঢুকতে না দিতে তারা বাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে উধাও হয়ে গেছে। এটা তারা ঠিক করেন নি। এ ব্যাপারে অভিযুক্ত ছোট ভাই মাহমুদুন নবী (ভুট্টু) পাল্টা অভিযোগ করে বলেন, আমরা একটি অনুষ্ঠানে যোগ দিতে পরিবারসহ সেখানে যাওয়ায় বাড়ির প্রধান দরজা তালাবদ্ধ ছিল। তাদের যাতায়াতের রাস্তা বন্ধের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বরং তার ভাই হাবীব মেম্বারই তাদের পুকুরে যাওয়ার রাস্তাসহ বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টি করেছে।
বিএ..