নওগাঁর মহাদেবপুরে উত্তরগ্রাম ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রনজিৎ কুন্ডুকে সভাপতি ও বজলুর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উত্তরগ্রাম হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এম.পি। উত্তরগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি রনজিৎ কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি মো. শাকিল আহম্মেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক মো.তাইজুল ইসলাম তোতা, জেলা পরিষদ সদস্য মো. গোলাম নূরাণী আলাল, জেলা আ.লীগের সদস্য অজিত কুমার মন্ডল। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জারজিস আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন (মহিলা) রাবেয়া রহমান পলি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বদি, বাবুল ব্যানার্জী, ডা. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, স.ম জাহাঙ্গীর আলম তোতা, হাফিজুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এসএম রেজাউন্নবী আনছারী বাবু, যুগ্ম আহবায়ক খোন্দকার আব্দুল কুদ্দুস, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন প্রমূখ।
সম্মেলনে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক গোপন ভোটের মাধ্যমে রনজিৎ কুন্ডুকে সভাপতি, বজলুর রশিদকে সাধারণ সম্পাদক ও শাহিনুর আলম শাহিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট্য উত্তরগ্রাম ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন করা হয়।
বিএ/