1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

মহাদেবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে
বিবাদমান জমির গাছের আম পেড়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ছাড়াও বাদীপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার চাঁন্দাশ
ইউনিয়নের বাগডোব বাজার এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, বাগডোব মৌজায় ১১২
দাগে পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে সাড়ে ৩১ শতক জমিতে আহম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম মুকুল ও তার পরিবাবের লোকজন বসবাস করে আসছে। ওই জমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হলে সাইফুল ইসলাম মুকুল বাদী হয়ে বাগডোব গ্রামের মৃত মহির উদ্দীন সরকারের ছেলে দবিবর রহমান, দবিবর রহমানের ছেলে মিলন হোসেন, দবিবর রহমানের মেয়ে রুবিয়া ও সুফিয়া এবং ডিমজাউন গ্রামের মৃত লবির উদ্দীনের ছেলে মো. নান্নুকে প্রতিপক্ষ করে আদালতে ফৌজদারী কার্যিবধি ১৪৪/১৪৫ধারা
আনয়ন করেন। বিজ্ঞ আদালত বর্ণিত সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। কিন্তু গত শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীয় জমির
আম গাছ থেকে আম পাড়া ও জমি দখলের চেষ্টা করেন।
এতে বাধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বাদীর পরিবারের লোকজনকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST