নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
বিএ/