মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসমত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. নাহিদুল রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউন নবী রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, সভাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান হাসান আলী, জেলা মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, ছাত্র প্রতিনিধি আমিনুল হক, মেহেদী হাসান প্রমুখ।
বিএ..