1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে অহিংস দিবস উপলক্ষে পিএফজির আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

মহাদেবপুরে অহিংস দিবস উপলক্ষে পিএফজির আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: অহিংস দিবস উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২ অক্টোবর) উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে আন্তঃ ধর্মীয় সংলাপ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত আন্তঃ ধর্মীয় সংলাপে পিএফজি উপজেলা কমিটির এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। পিএফজি উপজেলা কমিটির সমন্বয়কারী এম. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী, রোদইল বি এম কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আছির উদ্দীন, নওগাঁ জেলা ফিল্ড কো অর্ডিনেটর সুকমল মন্ডল, পিএফজি উপজেলা কমিটির এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, পিএফজি’র সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম, সিপিবির সভানেত্রী রেবেকা সরেন, কৃষক দলের নেতা হারুন অর রশিদ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউনুসার রহমান হেফজুল, ইয়ুথ লিডার রাজীব সরদার, ছাত্র নেতা আতিকুর রহমান প্রমূখ।

এ সময় মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য ও সাংবাদিক বরুন মজুমদার, গোলাম রসুল বাবু, আইনুল হোসেন, সাদা মনের মানুষ শামসুদ্দীন মন্ডল, ইউপি সদস্য ফেরদৌসি, দি হাঙ্গার প্রজেক্টের মহাদেবপুর-মাটিন্দর ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলমসহ আরো অনেকে। এর পূর্বে মহাদেবপুর বাসস্ট্যান্ড মাছের মোড় এলাকায় পিএফজি উপজেলা কমিটির সমন্বয়কারী এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য তুলে ধওে ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা সকল রাজনৈতিক, ধর্মীয় ও গোষ্ঠীগত ভেদাভেদ ভুলে শান্তির মহাদেবপুর গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team