নিজস্ব প্রতিবেদক :
মসজিদের ইমামদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা থেকে সাড়ে সাড়ে নয়টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ১ থেকে ১৬ এবং ১৮, ২০, ২২ নং ওয়ার্ডের সকল মসজিদের ইমামদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় অন্যদের বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম,
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ, উলামা কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর ফারুক, বিডিক্লিন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাইমুল ইসলাম সাকিব। এ সময় ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর তৌহিদুল হক, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুসহ ১৯টি ওয়ার্ডের সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় থেকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
খবর ২৪ ঘণ্টা/আর