ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯ ও জামালপুরের ১ জন রয়েছে। বুধবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৮ জন এবং আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৫ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৮০৩ টি নমুনা পরীক্ষায় আরো ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।
জেএন