1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মমতার গলায় পাকিস্তানের সুর: বিজেপি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

মমতার গলায় পাকিস্তানের সুর: বিজেপি

  • প্রকাশের সময় : শনিবার, ২ মারচ, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: ‘‘বাংলার কয়েকজন নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন…কয়েকজন নেতা রয়েছেন, যাঁরা প্রশ্ন তুলছেন, কেন পুলওয়ামায় হামলা হল, কে এর জন্য দায়ী। এটা দুর্ভাগ্যজনক যে, একজন মুখ্যমন্ত্রী এ ধরনের কথা বলছেন।’’
‘‘বাংলার কয়েকজন রাজনৈতিক নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন’’, এ ভাষাতেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুলওয়ামা হামলা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’ বলেও এদিন সরব হন দিলীপ।

এ প্রসঙ্গে শুক্রবার ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় কর্মীদের একটি অনুষ্ঠানে দিলীপ বলেন, ‘‘বাংলার কয়েকজন নেতা পাকিস্তানের সুরে কথা বলছেন। পুলওয়ামা হামলায় নিহত এক জওয়ানের বাবা বলেছেন, তাঁর বড় ছেলেকে হারানো সত্ত্বেও ছোটো ছেলেকে সেনায় পাঠাবেন। গোটা দেশে এখন এই আবেগের বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু কয়েকজন নেতা রয়েছেন, যাঁরা প্রশ্ন তুলছেন, কেন পুলওয়ামায় হামলা হল, কে এজন্য দায়ী। এটা দুর্ভাগ্যজনক যে, একজন মুখ্যমন্ত্রী এ ধরনের কথা বলছেন।’’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবান্নে মমতা বলেন, “আমরা জানতেই চাইতে পারি এয়ার স্ট্রাইকে কতজন মারা গিয়েছে? কারা মারা গিয়েছে? আসলে ঘটনাটা কী?..” পাশাপাশি মোদী সরকারকে আক্রমণের সুরে মমতা বলেছেন, “রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না। একটা নির্বাচনে জেতার জন্য যুদ্ধ চাই না, শান্তি চাই। জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি আমরা ভালবাসি না।”

এয়ার স্ট্রাইক নিয়ে মমতার মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ও। এ প্রসঙ্গে কৈলাশ বলেছেন, ‘‘রাজনীতির জন্য একজন মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে সন্দেহের চোখে দেখছেন, এটা লজ্জাজনক। এ সময়ে যখন গোটা দেশ সেনার পাশে দাঁড়িয়েছে, তখন উনি প্রশ্ন তুলছেন। আমরা ধিক্কার জানাচ্ছি।’’

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST