খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে নিয়ে গতরাতে (শনিবার দিবাগত রাত) অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরায় এই অভিযানে সাহেদের ব্যক্তিগত একটি গাড়ি থেকে ১০ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশি মদ ও এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
অভিযানের পর উত্তরা পশ্চিম থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই