নিজস্ব প্রতিবেদক :
অতিরিক্ত মদ পানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রের মুত্যুর ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার আব্দুর রওফের ছেলে ইফতেখায়ের হোসেন ওরফে সুমন (৩৭), কাশিয়াডাঙ্গা কোট বরসি এলাকার মৃত হোসেন আলীর ছেলে লুৎফর রহমান (৩৮) ও বোয়ালিয়া বড়কুঠি এলকার বাচ্চু শেখের ছেলে জনি শেখ ওরফে শুভ (২৪)। গত রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাবির দুই ছাত্র। নিহত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের মুহতাসিম খুলনার দৌলতপুরে উপজেলার কবির
আলম ছেলে। অর্থনীতি বিভাগের তূর্য রায় নীলফামারী জেলার ডোমার উপজেলার ছোট রাউতরা গ্রামের পুর্নেন্দ্র রায়ের ছেলে। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ বলেন, রাবির দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। রাবির দুই ছাত্রের মৃত্যুর সাথে সংশ্লিষ্টতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত তথ্য জানা যাবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর