বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি এবং হামলা-মামলার প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলায় মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার (১১ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গত ৭ ডিসেম্বর পুলিশের গুলিতে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের জবর-দখল করার প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ-মিছিল করা হবে।
বিএনপি ও অঙ্গ সংগঠনের সব জেলা ও মহানগর ইউনিটের প্রতি প্রতিবাদ সমাবেশ সফল করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিএ/