খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি পাঁচতলা ভবনে লাগা আগুনে দগ্ধ জান্নাতুল ফেরদৌস মারা গেছেন।
রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো।
এর আগে অগ্নিকাণ্ডের দিনই এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।
গত বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ভবনটির গ্যারেজে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং তিনজনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।
এছাড়া দগ্ধ হয়ে ও ধোঁয়ায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে জান্নাতুল ফেরদৌস মারা যান। জান্নাতুলের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত জান্নাতুল ফেরদৌসের স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রবিবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই