ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা দূর্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আলহাজ¦ আমিনুল ইসলামের পক্ষে তার নিজস্ব অর্থায়ণে পৃথক পৃথক ভাবে ভোলাহাটসহ গোমস্তাপুর ও নাচোলে নেতাকর্মীদের মাধ্যমে চাল প্রদান করেছেন। রবিবার ১২ এপ্রিল ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের নিম্ন আয়ের ২৫০টি পরিবারের মানুষের মাঝে জন প্রতি ১০কেজি করে চাল এমপির পক্ষে ১/২জনের হাতে তুলে দিয়ে উদ্বোধন করেন। বাঁকী চাল নেতারা প্রত্যেক নিম্ন আয়ের মানুষের বাড়ীতে পৌঁছে দেন। পরে দলদলী ইউনিয়নেও চাল দেয়া হয়। পর্যায়ক্রমে বাঁকী ইউনিয়নে দেয়া হবে। উদ্বোধন কালে এমপি আলহাজ¦ আমিনুল ইসলাম মোবাইলে করোনা ভাইরাস দূর্যোগ মুর্হূতে সকলকে গণজমায়েত পরিহার, সামাজিক দূরুত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারি নির্দেশ মেনে চলা, হোম কোয়ারাইন্টাই মেনে চলারসহ বিভিন্ন বিধি মেনে চলার প্রতি গুরুত্ব দেন। তিনি আরো বলেন, দূর্যোগ মুর্হূতে সব সময় আমি আপনাদের পাশে আছি আগামীতেও থাকবো হতাশ না হওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মাহাতাবউদ্দিন, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, জামবাড়ীয়া বিএনপি সভাপতি আফজুদ্দিন, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদসহ অন্যরা। অপরদিকে গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায়, নাচোল ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চাল বিতরণ অব্যহত আছে। প্রত্যেক ইউনিয়নে ২৫০জন করে এবং পৌরসভায় ৫০০ করে পরিবারের মাঝে এ চাল বিতরণ প্রদান ও অব্যহত আছে। তিনি উপজেলায় মোট ৫হাজার পরিবার প্রথম পর্যায়ে এর আওতায় আসবে। অপরদিকে এ প্রক্রিয়া অব্যহত থাকবে বলে দলীয় নেতারা জানান। বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীগণ নিজ নিজ এলাকায় চাল বিতরণ করেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।