ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর প্রশাসন। রবিবার ভোলাহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৫ যুবকের শাস্তি। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেডিকেলমোড়ে অপ্রয়োজনে বেশ কিছু যুবক ও বিভিন্ন বয়সী ব্যক্তি ঘোরাফেরা করছিলো। এমন সময় টহলরত সেনা সদস্য আটক করেন বেশ কিছু ব্যক্তিকে। তাদের কাছে ঘোরাফেরার কারণ জানতে চায় সেনা সদস্য। যারা প্রয়োজনে ঘোরাফেরা করছিলেন তাদের দ্রæত প্রয়োজন শেষে বাড়ী ফেরার জন্য বলা হয়। যারা অপ্রয়োজনে সরকারি আইন অমান্য করে ঘোরাফেরা করছিলো তাদের ২৫ যুবককে মেডিকেলমোড়ে রোদের মধ্যে দাঁড় করে সরকারি আইন মেনে চলার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হয়। এদিকে স্থানীয় প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে সাপ্তাহিক হাট বন্ধ, কাঁচা বাজার, মুদিদোকান সকাল ৭টা হতে দুপুর ১ পর্যন্ত চলবে। বাঁকী সময় বন্ধ থাকবে। ঔষধের দোকান খোলা থাকবে। তবে ২জনের বেশী দোকানে ভিড় করলে সেটাও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়। এ নির্দেশ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে স্থাণীয় পুলিশ দিনরাত অভিযোন অব্যহত রেখেছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।