ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
মাদক বিরোধীর বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ ফের্রুয়ারী বৃহস্পতিবার ১৬জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ। ভোলাহাট থানা পুলিশ সূত্র জানায়, ১৪ ফের্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা ও সেবনকারী ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো তাঁতীপাড়া গ্রামের আনিসুরের ছেলে ফিরোজ(২২), একই গ্রামের মুন্সুরের ছেলে সামিরুল(২৮), গোপিনাথপুর গ্রামের মুলতানের ছেলে আমানত(২৮), তেলীপাড়া গ্রামের আনসার আলীর ছেলে জাবেদ হোসেন সোহাগ(৩২), খালেআলমপুর গ্রামের শফি সেখের ছেলে আব্দুস সামাদ(৩২), আলালপুর গ্রামের একরামুল হকের ছেলে ফিরোজ(৩২), খারোবাটরা গ্রামের আলতাফের ছেলে এরশাদ আলী(২৮), রাধানগর কলোনী গ্রামের দুলাল শেখের ছেলে মনিরুল(৩৭), চাঁনশিকারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আমির(২২),
ইমামনগর গ্রামের কালু শেখের ছেলে মোস্তাকিম(২৯), মুশরীভূজা গ্রামের সাজ্জাদের ছেলে রফিকুল ইসলাম(৩০), খাসপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আজমাইল ইসলাম(২৫), একই গ্রামের বিশারত আলীর ছেলে কালু(২৮), ফতেপুর গ্রামের বাইরুলের ছেলে কালু(২৮), চামামুশরীভূজা গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম(৪০) ও বজরাটেক গ্রামের ঝগড়–র ছেলে কাশেম(৬৫) । এদের মধ্যে ২১ পিস ইয়াবাসহ ১জন, ১’শ গ্রাম গাঁজাসহ ২জন ও বাঁকীরা মাদক সেবনের দায়ে গ্রেপ্তার হয়েছে হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দীন মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক র্নিমূল করতে বিশেষ অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে ভোলাহাট থানায় মাদক দ্রব্য আইনে ত টি মামলা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর