1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে ১৩টি বীর-নিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

ভোলাহাটে ১৩টি বীর-নিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্ুয়ারী, ২০২৩

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৩০ টি ঘরর মধ্য ১৩টি ঘর ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোলাহাট উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এ উপজেলায় ৩০টি ঘরের মধ্যে ১৩টি উদ্বোধন করা হয়।
অসচ্ছল, শহীদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাকা ঘর নির্মাণের উদ্যােগ নেন।

এরই অংশ হিসেবে উপজেলার ৩০ জন বীর মুক্তিযোদ্ধােক সরকারি এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ ফুট প্রস্থ আর ৩৩ ফুট দৈর্ঘর ঘর দুটি বেড রুম, একটি ড্রইং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম ও দুটি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, ‘সরকার সারা দেশে ব্যাপক উনয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তারই অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ করেছে সরকার।

ভোলাহাট উপজেলা মিলনায়তনে বীর নিবাস উদ্বেধন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রাবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরলিম রেজা চৌধুরী, সাবেক উপজরলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুনিরুদ্দীন মুন্টু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, রপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার, উপকারভোগী বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য বীর মুক্তিযাদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীগণ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশে ৫ হাজার বীর নিবাস উদ্বোধন শেষে ভোলাহাটে ১৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে প্রতিকী বাড়ীর চাবি তুলে দেন উপকারভোগী বীর মুক্তিযাোদ্ধাদের হাতে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST