ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে ১’শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আবু সায়েদ(২৩)কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সায়েদের বাড়ী ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে। তার পিতার নাম বাবু মিয়া। শনিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই আজিম, সিরাজ, এএসআই শাহিনুর, মাসুদসহ পুলিশ সদস্যের একটি দল অভিযান চালিয়ে তার বাড়ী থেকে ১’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
১’শ পিস ইয়াবার মূল্য ৪০হাজার টাকা বলে পুলিশ জানায়। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ