1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে স্বেচ্ছাসেবী সংগঠন নিজ গ্রামে অসহায় মানুষের পাশে - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

ভোলাহাটে স্বেচ্ছাসেবী সংগঠন নিজ গ্রামে অসহায় মানুষের পাশে

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পেতে সবাই গৃহবন্দি। বন্ধ হয়ে গেছে নি¤œ মানুষের আয়। এ সব মান্ষু গুলো যারা দিন আনে দিন খাই তাদের বেহাল দশা। কেউ অর্ধবেলা খেয়ে কেউ বা সারাদিন না খেয়ে কোনরকমে জীবন যাপন করছে। এদিকে কিছু নিস্ন মধ্যবিত্ত লোকলজ্জায় অভাবের কথা বলতেও পারছেনা ধুকে ধুকে মরছেন। সরকার যথাসাধ্য চেষ্টা করছে তাদের পাশে থাকার। কিন্তু প্রান্তিক পর্যায় সকল মান্ষুকে সাহায্য করা সরকারের একার পক্ষে সম্ভব না। এগিয়ে আসতে হবে বিত্তশালী ব্যক্তিদেরও।
করোনার কর্মহীন দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে নিজ গ্রামের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে ছুটে এসেছে সেচ্ছাসেবী সংগঠন ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামের “ধরমপুর ছাত্র কল্যাণ সংস্থা”। সংগঠনটি প্রতি শুক্রবার প্রায় ৮৬ টির অধিক নিম্ন আয় ও নিস্ন মধ্যবিত্ত পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও অর্ধকেজি পিঁয়াজ বিতরন শুরু করেছে। ত্রান বিতরনের পাশাপাশি গ্রামের কারো মধ্যে যদি করোনার লক্ষণ দেখা দেয়, তবে তার প্রাথমিক চিকিৎসার সকল দায়িত্ব নিবে এ সেচ্ছাসেবী সংগঠন”ধরমপুর ছাত্র কল্যাণ সংস্থা”। সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশাজীবি। সংগঠনের সদস্যরা নিজ নিজ গ্রামে তাদের মত সংগঠন তৈরী করে মহামারী এ দূর্যোগে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। তারা আরো বলেন, সংগঠনটি চাল বিতরনের ছবি তুলে তাদের মত সমাজের অন্যদের এগিয়ে আসার উৎসাহ দেয়া। সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক সেলীম রেজা, নাসির, আহসান হাবিবসহ এশাধিক বিভিন্ন পেশাজীবিরা এ সংগঠনের উদ্যোগ গ্রহণ করেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team