ভোলাহাট প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে নিতে আয়োজন করা হয় কাবাডি খেলার। উপজেলার চরধরমপুর তরুণ সংঘ ২৭ ও ২৮ মার্চ হারিয়ে যাওয়া ঐতিহ্য কাবাডি খেলার আয়োজন করে। আয়োজিত খেলা চরধরমপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এ খেলায় স্থানীয় ভাবে রনি ও নাসিম কাবাডি দলের ৭জন করে মোট ১৪ জন খেলোয়াড় অংশ নেয়। এ হারিয়ে যাওয়া খেলায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে উপচে পড়া দর্শকের ভীড় লক্ষ করা গেছে। মোট ১৫ মিনিট করে ৩০ মিনিটের এ খেলা পরিচালনা করেন মোয়াজ্জেম হোসেন ভুটু। চূড়ান্ত কাবাডি খেলায় সংঘের সভাপতি নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি পিএম ইমরুল কায়েশ। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ডা: আশরাফুল হক চুনু, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলি মুনিমুল হক, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক গোলাম কবির ও ডাঃ আব্দুল মতিন। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তরুণ সংঘের সাধারণ সম্পাদক শুভ, ক্যাশিয়ার জনি, সাংগঠনিক সম্পাদক আমনুল্লাহ ও ক্রীড়া সম্পাদক সাকিলসহ অন্যরা।
খেলায় বিজয় ছিনিয়ে নেয় নাসিরের দল। অতিথিগণ বিজয়ী দলকে পুরুস্কার তুলে দেন। এছাড়াও স্বাধীনতা দিবসের অন্যান্য খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার দেন অতিথিগণ।
খবর২৪ঘণ্টা.কম/নজ