ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে জেলা পরিষদের অর্থায়ণে অতিদরিদ্রদের মাঝে সোমবার বেলা ১১টার দিকে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে সেলাইমেশিন বিতরণ করা হয়।
সংরক্ষিত মাহিলা ওয়ার্ড -১ এর জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখির সভাপতিত্বে সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা আ’লীগ শাখার সিনিয়ার সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, অর্থ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, গোহালবাড়ী ইউপি আ’লগি সভাপতি মতিউর রহমান, সদর ইউপি ভোলাহাট আলীগ শাখার সাধারণ সম্পাদক মোনায়েম হক নিখিল, উপজেলা মহিলা লীগ শাখার সভাপতি মুন্সুরা আহমেদ।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ এর আওতায় মোট ১২জন অতিদরিদ্র নারীরর মাঝে সেলাইমেশিন বিতরণ করেন অতিথিগন।
এ সময় জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্র হোসনে আরা পাখি বলৈন, আগামীতে নারীদের উন্নয়নে চমক নিয়ে আসবেন। অপরদিকে জেলা পরিণদ সদষ্র পিয়ার জাহান বরেন নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সেলাইমেশিন প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযোজনীয় সেলাইমেশিন সরবরাহের প্রতিশ্রতি দেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ