ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃকরোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশানুযায়ী বৃহস্পতিবার সীমিত ভাবে ভোলাহাটে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ভোলাহাট উপজেলা প্রশাসন সরকারের নির্দেশে সীমিত আকারে দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেন্দ্রীয় সমুন্নত স্মৃতিসৌধের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন ও অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন, গোহালবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মাও মনিরুল ইসলাম।
খবর২৪ঘন্টা/নই