চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনিরুদ্দিন মুন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ রহমত আলী, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেলসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন সমাজে ধর্ম বর্ণ গোত্র বসবাস করেন। কেউ হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সাথে গভীর বন্ধুত্ব অটুট রাখার আহবান জানান হয়।
বিএ/