ভোলাহাট প্রতিনিধিঃ ঈদ আসতে আর মাত্র ক’দিন বাঁকী। ভোলাহাটের ২৫ শতাংশ মানুষ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থানের জন্য অবস্থান করছেন। এরি মধ্যে অনেকেই স্বজনদের সাথে ঈদ করতে বাড়ী ফিরেছেন। তারা স্বজনদের জন্য ঈদ বাজার সাথে নিয়ৈ ফিরেছেন। যার এখনও ফিরেনি তারাও স্বজনদের জন্য ঈদ বাজার নিয়ে আসতে ভুলবে না এমনটি আশা করা হচ্ছে। তবে বাঁকী যারা উপজেলার স্থায়অ বাসিন্দা তাদের মধ্যে ঈদের কেনাকাটার বেশ তোড়জোড় চলছে। ভোলাহাট উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ঈদ কেনাকাটার দৃশ্য।
উপজেলার মেডিকেল মোড় একতা মার্কেটে গিয়ে ওয়েন ফ্যাশান হাউসে দেখা যায় ঈদ বাজারের নামে উঠতি বয়সের ছেলেরা সামনে বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থিত দেশের জার্সি কিনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা গেছে। এদিকে বেচাবিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে গার্মেন্টস মালিক সাবিরুল ইসলাম জানান, ক’দিন থেকে বেশ ভালো বেচাবিক্রি হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত বেশ বেচাবিক্রি হবে বলে আশা করেন। তিনি বলেন, ছেলে মেয়ে সব ধরণের জামা-কাপড় বিক্রয় হচ্ছে বলে জানান।
এদিকে একই মার্কেটের আল আরাফা গার্মেন্টেসে ও একই অবস্থায় বেচাবিক্রি হচ্ছে বলে গার্মেন্টস মালিক আব্দুস শুকুর জানিয়েছেন। এছাড়া উপজেলার বিভিন্ন বাজারে জুতা স্যান্ডেল, ইলেক্ট্রনিক্স মালামাল, মসলা, চিনি স্যামাই বিক্রয় হচ্ছে দেদারশে। তবে দোকন্দারেরা জানান, গত বছরের চেয়ে এ বছর বেচাবিক্রি কম হচ্ছে। কারণ জানতে চাইলে বলেন, গত বছর আম ব্যবসা জমজমাট থাকা অবস্থায় ঈদ হয়েছিল তাই মানুষ কেনাকাটাও বেশ ভালো করেছিল।
এ বছর আমের অবস্থা ভাল না থাকায় ঈদ বাজার মানুষ দেরীতে করেছেন এবং গত বছরের চেয়ে কম কেনাকাটা করছেন মানুষ। সব মিলিয়ে ঈদের আনন্দ বেশ জমে উঠেছে। এখন রোজা শেষে পবিত্র ঈদের নামাজ আদায়ের অপেক্ষা।
খবর২৪ঘণ্টা.কম/নজ