নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ১টি শুটারগানসহ সোহাগ (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের হানিফের ছেলে। আজ বুধবার বিকেল ৩টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫
রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী সোহাগকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর