ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পিএম ইমরুল কায়েশ।
এ’ছাড়া উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লোকমান আলী, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বাংলাদেশ আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, জেলা আ’লীগ সহ সভাপতি আক্ষদুল খালেক, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিএমডিএ’র উচ্চতর উপ-সহকারী প্রকৌশলি অব্দুল মঈন, এসআই ওসমান আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি প্রতিনিধি ও সূধীগণ উপস্থিত ছিলেন। এ সময় ভোলাহাটে সুষ্ঠ সুন্দর ভাবে দিবসটি পালনের সার্বিক বিষয আলোচনা হয়। পরে ভোলাহাটে একজন মাত্র ভাষা সৈনিক রয়েছেন তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ