ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজস্ব মিলনায়তনে কলেজ অধ্যক্ষ রহমত আলীর সভাপতিত্বে সখিনা-কলিম মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্পের আওতায় প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বৃক্তি প্রদান প্রকল্প সদস্য জামাতা ও ভোলাহাট আ’লীগ সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন, এ পরিবারের সদস্য আসিক আহমেদ বাপি। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তাহজ্জত হোসেন, একরামুল হকসহ অন্যরা। এ সময় এইচএসসি’র মুরশেদা খাতুন ও ডিগ্রী’র রুবেলকে বৃত্তি প্রদান করেন অতিথিগণ।
খবর২৪ঘণ্টা.কম/রখ