ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একযোগে মশকনিধন অভিযান পারিচালিত হয়েছে। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের আহবানে জেলার ৫টি উপজেলা, পৌরসভা এবং সকল ইউনিয়ন পর্যায়ে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
এরি অংশ হিসেবে সকাল ১০টার দিকে ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন জায়গায় মশকনিধন ওষুধ স্প্রে অভিযান চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকের উদ্যোগে
জেলা প্রশাসন ছাড়াও জেলার প্রতিটি অফিস চত্বর, প্রতিটি উপজেলা পরিষদ চত্বর, প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে মশকনিধন অভিযান পরিচালিত হয়।
এ সময় এলাকার বিভিন্ন রাস্তঘাট, ড্রেন নর্দমা এবং জঙ্গলে মেশিন দিয়ে মশকনিধনের ঔষধ স্প্রে করা হয়। ভোলাহাট উপজেলার চার ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ জানান, মেডিকেল মোড় থেকে আমার ইউনিয়নে মশকনিধন ্ওষুধ স্প্রে করা শুরু হয়েছে পর্যায়ক্রমে পুরো ইউনিয়নে ্ওষুধ স্প্রে করা হবে বলে জানিয়েছেন।
মশকনিধন অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, মৎস্য কর্মকর্তা মোঃ ওলিউর রহমান, ভোলাহাট প্রতিবন্ধী স্কুলের অধ্যক্ষ মোসাঃ দিলারা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড সদস্যগণ।
বিএ/