ভোলাহাট প্রতিনিধিঃ ঘুরে ফিরে আসা প্রচন্ড ঠান্ডায় কাতর ভোলাহাটের অতিদরিদ্র অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ভার্ক ভোলাহাট এরিয়া অফিস। ভার্ক নিজস্ব অর্থায়নে বুধবার উপজেলার ৬শত অসহায় অতিদরিদ্র শীতার্থদের মাঝে রামেশ্বর হাই স্কুল মাঠে ভার্কের উত্তরাঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক তপন কুমার শাহ’র সভাপতিত্বে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এসিল্যান্ড ইমরুল কায়েশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পুলিশ পরিদর্শক শামীম হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবির, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাংগীর আলম। স্বাগত বক্তব্য রাখেন ভার্ক ভোলাহাট এরিয়া ম্যানেজার এসএম জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসআই সিরাজুদ্দিন, ভার্ক ভোলাহাট শাখার ম্যানেজার শাহাদাত হোসেন, গোহালবাড়ী ম্যানেজার রফিকুল ইসলামসহ অন্যরা।
এ সময় মাদককে না বলুন, বাল্যবিয়ে বন্ধ করুন এবং জঙ্গীবাদ মোকাবেলা করার বিষয়ে উপস্থিত সকলকে সজাগ থাকার আহবান জানান বক্তারা। এছাড়া অনুষ্ঠানের সভাপতি বলেন ভার্ক বিভিন্ন প্রকার মানবিক কাজ করে থাকে। এছাড়াও মেধাবি শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে প্রতি বছর এককালীন বৃত্তির ব্যবস্থা করে থাকে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ