ভোলাহাট প্রতিনিধি:
ভোলাহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আশিক নামের এক বাস হেলপার নিহত ও
অন্তত ১০ জন আহত হয়েছেন । আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় ও গুরুতর আহতবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, রাজশাহী থেকে ভোলাহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি (ঢাকা
মেট্রো, চ- ৮১০৪) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খালেআলমপুর
গ্রামের পশ্চিমে রাস্তার ধারে গর্তে উল্টে যায়। এতে ১১জন আহত হয়। আহতরা
হলেন, উপজেলার খলিসাকুড়ি গ্রামের মতিউরের মেয়ে বৃষ্টি (২০), কানারহাট
গ্রামের মাসুমের ছেলে নওসাদ (৩০), গপিনাথপুর গ্রামের আজিজের ছেলে আখতার
টুন ু(৫০), পোরশার বাস হেলাপার সাত্তারের ছেলে আশিক (২৫), বাচ্চামারী
গ্রামের মোজাফ্ফারের ছেলে রুবেল (৩২), চাঁপাইনবাবগঞ্জের বাগডাংগা গ্রামের
সাদিকুলের ছেলে কামরুল, ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামের আমিনের ছেলে
তোফাজুল (৫২), আদাতলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে রোজিনা (২৮), খড়কপুর
গ্রামের আবুল খায়েরের মেয়ে নুরজাহান (৩২), হরিপুর গ্রামের মৃত কেদারের
স্ত্রী রোমজা (৬০)। খবর পেয়ে আহতের দ্রæত ভোলাহাট ফায়ার সার্ভিস উদ্ধার
করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। কয়েকজন
প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। বৃৃষ্টি ও বাস হেলপার আশিক গুরুতর
আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস হেলপার আশিকের মৃত্যু হয়।