চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ ও ভারতের যৌথ হাটের জায়গা পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার।
মঙ্গলবার (১ আগষ্ট) দুপুর ১২ টায় রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজকুমার পরিদর্শনে আসেন ।
তিনি উপজেলার হোসেনভিটা বাংলাদশ ও ভারত সীমাÍ ১৯৯, ৩ এস পিলারের কাছে হাট বসোনার জায়গা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রাবুল হোসেন, নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সেলিম রেজা, ভারতের কেষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগাল, চাঁনশিকারি কোম্পানী কমান্ডার সুবেদার মুখলেস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী সহ-সভাপতি মো: আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আলী শাহ প্রমুখ।
বিএ//