ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে ভোলাহাট ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যহত রেখেছে। প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে করছে। এরি ধারাবাহিকতায় বুধবার ফায়ার সার্ভিস লিডার মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার মেডিকেলমোড়ের চারেদিকের রাস্তা, উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে অব্যহত রেখেছে। এদিকে ইতিপূর্বে ভোলাহাট ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার শামশুল হক সরকারের নেতৃত্বে নিয়মিত করোনা ভাইরাস প্রতিরোধে এ কার্যক্রম চালিয়ে আসছেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।