ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রতিপক্ষের হামলায় ২নারীসহ ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে।
পূর্ব শত্রতার জের ধরে প্রতিবেশী মৃতঃ সহিমুদ্দিনের ছেলে এননামুল(৪৫), মনিরুলের ছেলে আমিনুর(৩৫), এনামুলের ছেলে বুলবুল(১৮), মনিরুলের ছেলে ওমর ফারুক(১৯) সহিমুদ্দিনের ছেলে মনিরুল(৫৫), এনামুলের ছেলে বিপ্লব(২২) হামলা চালায় সাবেক জামবাড়ীয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদের বাড়ী। তার বাড়ীর গোলিতে চেয়ারম্যান রশিদের স্ত্রী মাহমুদা(৪৫), বিবাহীত মেয়ে ফরিদা(২৫) ও ছেলে আলমগীর(২৩)কে প্রতিপক্ষ বেধড়ক লৌহর রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক মেহেদি হাসান বলেন, ২জন মহিলাকে লৌহর রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। অপর জন আলমগীরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান।
এ ব্যাপারে সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, প্রতিপক্ষদের সাথে শত্রতার জের ধরে সুষ্ঠ সমাধানের লক্ষ্যে ভোলাহাট থানায় তিনি নিজে বাদি হয়ে গত ৩০ মে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষীতে ভোলাহাট থানার এএসআই মাসুদ রানা ঘটনাস্থলে গিলে উবয় পক্ষকে ৪ জুন ভোলাহাট থানায় উপস্থিত হয়ে সমস্যার সমাধানের কথা বলে আসেন। তিনি কেন পুলিশে অভিযোগ করলেন এর জের ধরেই শনিবার মারপিটের ঘটনা ঘটেছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ