ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট গোহালবাড়ী ইউপির নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিম্ন আয়ের ২শত ৬০ পরিবারের মাঝে ১০ কেজি চাল তুলে দেন গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্টরা। মহামারি করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষেরা কাজ করতে না পেরে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাবার ফুরিয়ে আসছে। অনেকে চক্ষু লজ্জায় কাউকে কিছু বলতে পারছেনা। করোনা ভাইরাসে কর্মহীন হয়ে থাকা এমন কিছু নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে সরকারি নির্দেশক্রমে প্রত্যন্ত অঞ্চলে চাল পৌছে দিচ্ছে উপজেলার গোহালবাড়ি ইউনিয়। উল্লেখ্য, ইতিপূর্বে নিম্ন আয়ের মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।