1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে নারী মাদক ব্যবসায়ীর ১ বছর কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

ভোলাহাটে নারী মাদক ব্যবসায়ীর ১ বছর কারাদণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রেখা নামের এক নারী মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড  দেয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ কারাদণ্ড দেন। উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ইমামনগর বমপুঁতা গ্রামে অভিযান চালিয়ে আসামীর বাড়ির প্রাচীরের লেক বরাবর মাটির নিচে সারিবদ্ধভাবে পুতে রাখা ৪টি ড্রাম থেকে ১৮০ লিটার দেশি চৌলাই মদের উপাদান এবং ১ ড্রাম মেডিসিনসহ মৃত মোকবুলের মেয়ে রেখা (৩৫) কে আটক করা

হয়। ঘটনাস্থলে জব্দকৃত সবকিছুই পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক শীর্ষ নারী মাদক ব্যবসায়ী রেখাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ইয়াজদানী জর্জ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ নারী মাদক ব্যবসায়ী এর পূর্বে মাদক ব্যবসার দায়ে বেশ কয়েকবার জেলহাজতে ছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান জানান, এ অভিযান অব্যহত থাকবে। মাদক, চোরাচালন ও বাল্যবিয়ে বন্ধে সচেনতামুলক সভা সমাবেশ ও উঠান বৈঠক অব্যহত আছে। তারপরও যারা অপরাধ অব্যহত রাখবেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST